৩ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরিসহ সকল নৌযান চলাচল।
এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, ভোর থেকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরির চালকেরা নৌপথে দিক নির্ণয় করতে ব্যর্থ হন। ফলে, নৌপথে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ছয়টা সব ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে সকাল সাড়ে নয়টার দিকে স্বাভাবিক হয় ফেরি চলাচল।