সংবাদপত্র তথা গণমাধ্যমকে জনপ্রতিনিধিদের তথ্য ভাণ্ডার বলে মন্তব্য করেছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ রোববার (৩১ জানুয়ারি) দুপুরে, চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় চসিকের নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নবনির্বাচিত কাউন্সিলর গিয়াস উদ্দিন, নিলু নাগসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষা উপমন্ত্রী, গণমাধ্যমকর্মীদের সৎ সাহস নিয়ে তথ্য তুলে ধরার আহ্বান জানান। পরে, তিনি নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেযোগ দেন।