সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বরিশালে গজারিয়া নদী থেকে ৪ জেলেকে আটক করা হয়েছে।
নদীতে জাল ফেলা বন্ধের প্রথমদিনই সোমবার (১ মার্চ) সকালে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ৪ জেলেকে আটক করা হয়।
এদিকে নিষেধাজ্ঞা থাকায় পটুয়াখালী ও ভোলায় ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। নদীতে মাছ ধরার ট্রলার বা নৌকা চলাচল করতে দেখা যায়নি। অবরোধের দুই মাস সরকারি সহায়তার দাবি জেলেদের।
১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়াসহ ইলিশের অভয়াশ্রম এলাকায় জালসহ যেকোনো সরঞ্জাম দিয়ে জাটকা এবং সবধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। মাছ ক্রয়-বিক্রয়,পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।