মাদারীপুরে সাইদুল ইসলাম সাঈদ (৩৮) ভুইয়াকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে কাদির ফকির স্কুলের পাশের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।ব্যানার, ফেস্টুন হাতে এলাকার দুই শতাধিক মানুষ এতে অংশ। মাবনবন্ধনে বক্তারা সাঈদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
গত ২০ ফেব্রুয়ারী সদর উপজেলার পশ্চিম ছিলারচরে আধিপত্য নিয়ে ওই এলাকার ফেরদৌস তালুকদার ও রহমান মৃধার সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৩ জন। তাদের মধ্যে সাঈদুল ইসলাম সাঈদকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে নেয়ার পথে মারা যান সাইদ। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারী নিহত সাঈদের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে নুরু মৃধাকে প্রধান করে ৫১ জনের নামে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে, নিহতের ঘটনায় পুলিশ কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি।