করোনা সংক্রমণে লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় সিরাজগঞ্জে ১৩০ জনকে বিভিন্ন পরিমাণে প্রায় অর্ধলাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তোফাজ্জল হোসেন এ তথ্য জানান।
জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান বলেন, সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত জেলার ৯টি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মোট ১৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, ম্যাস্ক না থাকা, কারণ ছাড়া বাইরে বের হওয়াসহ বিভিন্ন অভিযোগে ১০৯টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ১৩০ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৫১ হাজার ৪৯০ টাকা জরিমানা করা হয়েছে।