চট্টগ্রামে ১১ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন কাটলো। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৬৭ জন নতুন পজিটিভ শনাক্ত হলেও সংক্রমণ হার ২৫ দশমিক ৪৫ শতাংশ। একই দিনে দ্রুততম সময়ে হাজার পূর্ণ হয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৪৬ হাজার পার হয়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গতকাল বুধবার নগরীর ছয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১ হাজার ৪৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৩৬৭ জনের মধ্যে শহরের বাসিন্দা ২৯৩ জন এবং নয় উপজেলার ৭৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ২১ জন, পটিয়ায় ১৭ জন, রাউজানে ১৩ জন করে, বোয়ালখালীতে ১০ জন, সীতাকুণ্ডে ৫ জন, চন্দনাইশে ৪ জন, ফটিকছড়িতে ২ জন এবং সন্দ্বীপ ও সাতকানিয়ায় ১ জন করে রয়েছেন। জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ হাজার ৭৫ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৩৬ হাজার ৯৪৪ জন ও গ্রামের ৯ হাজার ১৩১ জন।
গতকাল চট্টগ্রামে করোনায় আক্রান্ত কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ৪৩৭ জনই রয়েছে। এতে শহরের ৩২১ জন ও গ্রামের ১১৬ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৯১ জন। মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৩৫ হাজার ৪৩ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন ৪ হাজার ৭৭৩ জন এবং হোম আইসোলেশেনে থেকে চিকিৎসায় সুস্থ হন ৩০ হাজার ২৭০ জন। হোম আইসোলেশনে নতুন যুক্ত হন ২৫ জন ও ছাড়পত্র নেন ২০ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩৬৪ জন।