সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৮ মে) সকালে, তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।
র্যাব জানায়, আশুলিয়ার পল্লী বিদ্যুৎ-এর ডেন্ডাবর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ৩টি চাকু ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই এবং নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।