সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বজ্রপাতে ২ কৃষকের মৃৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারী আহত হয়েছে।
রোববার বিকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা লেদুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৪২) ও আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৫)। আহত নারী আলম হোসেনের স্ত্রী ফুর্তি খাতুন (২৬)।
রাত ৮ টার দিকে কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসিবুল হক হাসান জানান, বিকালে এরা তিনজন মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। এ সময় তারা পাশের একটি শ্যালো মেশিন ঘরে গিয়ে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটে। এ বজ্রপাতে ওই ৩ জনের শরীর ঝলসে যায়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেল রানা ও আলম হেসেনের মৃত্যু হয়। আহত ফুর্তি খাতুনকে চিকিৎসার পর তিনি এখন সুস্থ্য আছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় থানায় একটি জিডি রেকর্ড করে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।