নাটোর সদর হাসপাতালে কোভিড রোগীদের জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে এসব সিলিন্ডার বুঝে নেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান। এসময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় ও হাসপাতালের আরএমও ডা. মনজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সদর হাসপাতালের কোভিড-১৯ রোগীদের জন্য বড় আকারের ২০টি এবং ছোট আকারের ১০টি সিলিন্ডার প্রদান করেছেন। এতে আক্রান্তদের জন্য অক্সিজেন সেবা কিছুটা ত্বরান্বিত হলো।