বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে নকল সোনার মূর্তিসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা ঝাঝিরা ফকির পাড়া গ্রামেরমৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে মোনছুর ফকির (৩২) ও একই এলাকার রেজাউল ফকিরের ছেলে মিজানুর ফকির (৩২)।
তিনি জানান, বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার ঝাঝিরা চৌধুরীপুকুর গুচ্ছ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল সোনার মূর্তিসহ চোরাকারবারি মোনছুর ফকির ও মিজানুর ফকিরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি নকল সোনার মূর্তি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দুপচাঁচিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।