মাদারীপুরে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১২ জুন) সকালে, ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় উত্তেজিত নেতাকর্মীরা পাশে অবস্থিত দু’টি ব্যাংক এবং বেশ কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাংচুর করে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. এহসানুল রহমান ভুইয়া জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।