নাটোরের বড়াইগ্রাম থেকে আব্দুস সামাদ খান (৭০) নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে, উপজেলার বনপাড়া পৌরসভার দক্ষিণ মৃধাপাড়া এলাকার মসজিদের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা।
আব্দুস সামাদ ওই এলাকার মৃত ওসমান গণির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকেই চা দোকানী ওই বৃদ্ধ আব্দুস সামাদকে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে স্থানীয় মসজিদের পিছনে পাটক্ষেতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে, পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।