টাঙ্গাইলের সখিপুরে শীতে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে ও যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের বরাতে স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন বলেন, শীতের কারণে এক সপ্তাহ ধরে গোসল করেনি লামিয়া। মঙ্গলবার সকালে তার মা গোসল করতে বললে লামিয়া গোসল করবে না জানায়। এ নিয়ে মায়ের সঙ্গে তার রাগারাগি হয়।একপর্যায়ে তার মা কাজে ব্যস্ত হয়ে পড়লে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয়। বিষয়টি টের পেলে অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা।
তিনি আরও বলেন, লামিয়াকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।