বুধবার (২৪ জুলাই) দুপুর ১২টা থেকে পরপর যাত্রীবাহী দুটি লঞ্চ রাজধানী ঢাকার সদরঘাটের উদ্দেশে চাঁদপুর ত্যাগ করেছে। তবে কারফিউয়ের কারণে সীমিতভাবে এ দুটি লঞ্চ চলাচল করছে। এতে স্বস্তি ফেলেছেন যাত্রীরা।
তবে সীমিত সময়ের জন্য মাত্র দুটি লঞ্চ চলাচল করায় অনেকেই পড়েছে ভোগান্তিতে। কারণ, দুপুর ১টার পর লঞ্চ টার্মিনালে পৌঁছে তাদের কেউই নির্ধারিত লঞ্চ পাননি।
চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা নাহিদ হোসেন জানান, পরিস্থিতি পুরোপুরি শান্ত হওয়ার আগ পর্যন্ত মালিকপক্ষ লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার বিপক্ষে। তবে সরকার চেষ্টা করছেন, যত দ্রুত সম্ভব সব নৌপথে যাত্রী পারাপারে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে।
এদিকে, জেলা শহর এবং উপজেলাগুলোতে সকাল থেকে ব্যাংক বীমা, দোকানপাট এবং সড়কে ছোটবড় যানবাহনও চলাচল করেছে। বাণিজ্যিক ব্যাংকগুলোতে আর্থিক লেনদেন বেড়েছে। জানালেন, চাঁদপুরে জনতা ব্যাংক প্রধান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
অন্যদিকে, বিকেল থেকে নতুন করে কারফিউ বলবৎ থাকায় সড়কে যানবাহনের চাপ কমেছে এবং অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে গেছে।