রমজান ও ঈদকে কেন্দ্র করে জয়পুরহাটের মাহালি সম্প্রদায় এখন ব্যস্ত সময় পার করছেন বাঁশের খাঁচি তৈরীতে। মূলত সেমাই রাখার জন্যই এই সময়টায় বেড়ে যায় খাঁচির চাহিদা।
বাঁশ দিয়ে বিভিন্ন জিনিষপত্র বানিয়ে বিক্রি করে কোন রকমে সংসার চলে জয়পুরহাটের মাহালী সম্প্রদায়ের। রমজান এলেই বেড়ে যায় তাদের কাজের পরিধি। তবে বাঁশের দাম বেশী হওয়ায় কাঙ্খীত লাভ না হওয়ার অভিযোগ তাদের।
রমজানে জয়পুরহাটে বেড়ে যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খাঁচি ব্যবসায়ীদের আনাগোনা। মৌসুমী খাঁচি ব্যবসায়ীরা জানালেন, জয়পুরহাটের তৈরী খাঁচি বিক্রি করে লাভবান হন তারা।
অর্থাভাবে বিলিন হওয়ার পথে কুটির শিল্পকে টিকিয়ে রাখতে সরকারী সহায়তার আশ্বাস জেলা কুটির শিল্পের এক কর্মকর্তার।
সরকারীভাবে সহযোগিতা পেলে কুটির শিল্পের কারিগররাও নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবেন বলে মনে করেন এখানকার সচেতন মহল।
নিউজ ডেস্ক / বিজয় টিভি