রোজিনা আক্তার রামিশা নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোতাহির আলী এ রায় দেন বলে জানান আদালতের পাবলিক প্রসিকিউটর। একই রায়ে আদালত ওই কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নজরুলকে আরো ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় ৫ আসামীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ২০১৩ সালে ধর্ষণের শিকার হন রোজিনা। সে রাতেই আত্মহত্যা করেন তিনি।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি