ক্লাব করা হয় বিনোদনের জন্য, এর জন্য শক্তিশালী মাধ্যম ক্রীড়াঙ্গন উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ক্লাবের নামে জুয়ার আসর বসানো যাবে না।
সোমবার দক্ষিণ পাহাড়তলীর আমান বাজারের একটি কনভেনশন হলে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিবিরোধী সভায় এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, জুয়ার ও মদের আসর বসিয়ে, ক্যাসিনো বসিয়ে ক্লাব পরিচালনার কথা কোথাও নেই। সংবিধান ও ইসলামে জুয়া নিষিদ্ধ। এটা জায়েজ করার সুযোগ নেই। ওয়ার্ড কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তপন কান্তি শর্মাসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি