নির্দিষ্ট ডিজাইনে শুধু বঙ্গবন্ধুর ছবি দিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন ছাপানোসহ আলোকসজ্জা, সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠানের পাশাপাশি টাইগারপাস হিলে ম্যূরাল স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
দুপুরে নগরের টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সভায় এ কথা জানান তিনি। মেয়র বলেন, অক্টোবরে কর্মসূচী চূড়ান্ত করা হবে। বঙ্গবন্ধু, রাজনৈতিক কর্মসূচি ছাড়াও চট্টগ্রামে অনেক সামাজিক অনুষ্ঠানে এসেছেন। অনেকের সঙ্গে আত্মার সম্পর্ক ছিল। এখানে অনেক স্মৃতি জাতির পিতার। তাই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর পোস্টার, ব্যানারে জাতির পিতা ছাড়া আর কোনো ছবি থাকবে না। এসময় আরো বক্তব্য রাখেন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. জাফর আলমসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি