চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নজরুল ইসলামের নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে দগ্ধ হয়েছেন আরো পাঁচজন।
সোমবার বাদশা চেয়ারম্যান ঘাটার মুহিত সওদাগর ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে আগুন লেগে একই পরিবারের ৬ জন অগ্নিদগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নজরুল ইসলামের শরীর শতভাগ পুড়ে যাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি