নরসিংদীর রায়পুরায় বেগমাবাদ গ্রামে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত কলেজ ছাত্রের হত্যার বিচারের দাবীতে এলাকার ছাত্র সমাজের উদ্যোগে পালিত হচ্ছে লাগাতার নানা কর্মসূচী।
এ কর্মসূচীতে একাত্বতা পোষন করে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মহেষপুর ও মুছাপুর ইউনিয়নের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। সাপমারা মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে দৌলত এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন দৌলত কান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ কাজল মিয়া,মহেষপুর ছাত্র লীগ নেতা তারেকুল ইসলামসহ নিহতের স্বজনরা।
উল্লেখ্য গত রবিবার দুপুরে চাঁন বাদশা কলেজ থেকে ফেরার পথে গ্রামের পল্টন মোরে রিক্সার সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চাঁন বাদশা নিহত হন। ফলে এলাকার ছাত্র সমাজ ঐ ট্রাক্টর চালকের বিচারের দাবীতে লাগাতার কর্মসূচী পালনকরছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি