লোহাগাড়ার চুনতিতে অভিযান চালিয়ে শামশুল আলম, খালেদা বেগম ও ছালেহা বেগম নামে ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ হাজার পিস ইয়াবা।
সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাঙ্গালিয়ায় চট্টগ্রাম অভিমুখী একটি গাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় ইয়াবাসহ ওই ৩ মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি