আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী নচিকেতা। কলকাতার এই শিল্পীকে সমসময়ই পাওয়া গেছে দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নে। করোনাভাইরাস সমস্যায় যখন সবাই আতঙ্কগ্রস্ত, তখন তিনি আবার সরব হয়েছেন কবিতায়।
জীবনমুখী গানের জন্য কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা।
সমাজের বিভিন্ন অসংগতির মধ্যে রাজনীতি ও সাধারণ মানুষের অধিকারের কথা তার লেখা গানে উঠে এসেছে বারবার। পাশাপাশি কবিতাও লেখেন তিনি।
সম্প্রতি করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ভারতে এর প্রভাব আছে বেশ ভালোভাবেই। করোনাভাইরাস সমস্যার কারণে ভারতের এনআরসি জটিলতা নিয়ে এখন আর কোনো দাঙা নেই।
জাতীয় সঙ্কট এবং মৃত্যুর মহামারি যে মানুষে মানুষে ভেদ তুচ্ছ করে দেয় এবার সেই বিষয় নিয়ে নচিকেতা তৈরি করেছেন গান-কবিতা।
২৩ মার্চ নচিকেতা তার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ করেন এটি। ক্যামেরার সামনে বসে যেটি তিনি নিজেই আবৃত্তি করে শোনান দর্শকদের। লেখাটির নাম ‘করোনা’।
গানের মতো করে স্যাটায়ার করেছেন এখানেও। ধর্মের বাদানুবাদকে লক্ষ্য করেই এটি লিখেছেন নচিকেতা। প্রকাশের পরপরই এটি অনলাইনে ভাইরাল হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি