না ফেরার দেশে চলে গেলেন জ্যেষ্ঠ অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা। শনিবার রাত সাড়ে ১১ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে কিডনী জনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
গুণী অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা ১৯৭৫ সালে একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন।
তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত সবশেষ ছবি চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’।
টিভি পর্দায় তার অভিনীত নাটকগুলির মধ্যে অন্যতম ‘গুলশান এভিনিউ’, ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’, ‘নীল জোছনায় কালো সাপ’সহ হুমায়ূন আহমেদের বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি।
জ্যেষ্ঠ অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন।
তার মৃত্যুর খবর পেয়ে সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করছেন শোবিজের তারকারা।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি