কিংবদন্তি সংগীতজ্ঞ লাকী আখান্দ। সুরের সঙ্গে যেন আজন্ম আলাপ তার। হোক তা পিয়ানো কিংবা হারমোনিয়াম, সামনে পেলেই বসে যেতেন, শুরু করতেন বাজাতে। গান করানোর সুযোগ খুঁজতেন। শুরুটা হয়েছিল এভাবেই।
আশির দশকের সংগীতশিল্পী লাকী আখান্দ একাধারে সঙ্গীত পরিচালক, সুরকার ও গীতিকার। সফট-মেলোডি, মেলো-রক, হার্ড-রক সব ধরণের গান তার ছোঁয়ায় নতুন মাত্রা যুক্ত করেছিল।
১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের করেন লাকী আখান্দ। ওই অ্যালবামের ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘রীতিনীতি জানি না’, ‘মা মনিয়া’, ‘আগে যদি জানতাম’ গানগুলো শ্রোতাদের মধ্যে তুমুল সাড়া ফেলে।
‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘লিখতে পারি না কোনও গান’, এমন অসংখ্য জনপ্রিয় গানের সুরকার সংগীতজ্ঞ লাকী আখান্দ। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধাও।
১৯৫৬ সালের ৭ জুন ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন তিনি। হ্যাপি টাচ ব্যান্ডের সদস্য ছিলেন লাকি আখান্দ। তাকে আধুনিক বাংলা গানের সূচনাকারীদের অন্যতম একজন মনে করা হয়।
এই শিল্পীর সমৃদ্ধ ও পরিচিত কিছু অ্যালবাম হলো- পরিচয় কবে হবে, বিতৃষ্ণা জীবনে আমার, আনন্দ চোখ, আমায় ডেকো না, দেখা হবে বন্ধু। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ২২ এপ্রিল ফেরার দেশে পাড়ি জমান লাকি আখান্দ।
কিংবদন্তি সঙ্গীতজ্ঞ লাকি আখান্দের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তার প্রতি বিজয় টিভির শ্রদ্ধাঞ্জলি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি