পড়াশোনা করে প্রকৌশলী হওয়ার কথা ছিল সোনুর সুদের। স্নাতক-স্নাতকোত্তর করেছিলেন এই বিষয়ে। তাঁর অপেক্ষায় ছিল বাবার সাজানো ব্যবসা। কিন্তু সবকিছু ছেড়ে এক অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশে মুম্বাইয়ে পাড়ি দেন দাবাংখ্যাত এই অভিনেতা।
কিন্তু কখনোই বলিউডের প্রথম সারির তারকা ছিলেন না সোনু সুদ। তাঁর চলচ্চিত্র জীবনের শুরুর দিকের অধ্যায় ভীষণ সংগ্রামের। ১৪ বছর নিজের পরিচয় গড়ে তোলার জন্য পরিশ্রমের পর পায়ের তলায় শক্ত মাটি পান তিনি।
চলমান করোনা কালে পরিযায়ী শ্রমিকদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়ে সত্যিকারের ‘হিরো’ হয়ে উঠেছেন সনু। সরকারের এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সোনু সুদ হাজার হাজার মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিজ উদ্যোগে বাস, ট্রেন, এমনকি উড়োজাহাজে করেও এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের ২০ হাজার পরিযায়ী দিনমজুর ও তাঁদের পরিবারকে বাড়িতে পাঠানোর ব্যাবস্থা করছেন তিনি।
অভিনেতা সোনু সুদের এই দাতব্যকাজের খবর ছড়িয়ে গেছে সবখানে। ভারতের কোথাও সোনুর ভাস্কর্য গড়ে তোলা হচ্ছে, আবার কোথাও তাঁর নামে রাখা হচ্ছে নবজাতকের নাম।
মানুষের এসবই ভালোবাসা আর আশীর্বাদকে পাথেয় করেই আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চান সোনু। আজও মায়ের দেখানো পথে হাঁটছেন সোনু। মা নাকি তাঁকে বলে গিয়েছিলেন, একজন মানুষ তখনই সফল, যখন তিনি অন্যের বিপদে পাশে দাঁড়ান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি