কলকাতার সিনেমার জনপ্রিয় মুখ চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। ছোট পর্দা দিয়ে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করে বড় পর্দায় একের পর এক হিট ছবি দিয়ে বাজিমাত করেন এই অভিনেত্রী।
শুধু কি অভিনয়? তা নয়। গানেও পারদর্শী এই অভিনেত্রী। এর আগে নিজের ইউটিউব চ্যানেলে তিনটি হিন্দি গানের সিঙ্গলস প্রকাশ করেছেন মিমি। গান গাইবার পাশাপাশি সেইসব গানের মিউজিক ভিডিওতে ধরা দিয়েছিলেন মিমি।
এবার প্রকাশ পেল সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীর গাওয়া ‘আমার পরাণ যাহা চায়’। এই প্রথমবার নিজের ইউটিউব চ্যানেলে জন্য রবীন্দ্রসঙ্গীত গাইলেন মিমি। লকডাউনের পর মিমি চক্রবর্তীই প্রথম অভিনেত্রী যিনি সরকারি নির্দেশিকা মেনে শ্যুটিং শুরু করেছেন।
করোনার লকডাউনের দীর্ঘ বিরতির পর আবারও শুটিংয়ে ফিরলেন এ অভিনেত্রী। তবে সেটা কোন সিনেমার নয়, রবীন্দ্রসংগীতের জন্য। লকডাউনের পর ইতিমধ্যে টলি পাড়ায় শ্যুটিং শুরুর অনুমতি দিয়েছে রাজ্য সরকার।
সতর্কতা মেনে ১০ জুন থেকেই বাংলা ধারাবাহিক, সিনেমার শুটিং শুরুর অনুমতি মিলেছে। সেই মতোই সরকারি নির্দেশিকা মেনে গানের শুটিং এ অংশ নেন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।
অভিনেত্রী মিমি এই গানটি তার শ্রোতা-ভক্ত ও মেন্টর নির্মাতা প্রয়াত ঋতুপর্ণ ঘোষ, একইসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। মিমির গাওয়া এই গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ডাব্বু ও শ্যুট করেছেন সায়ক চক্রবর্তী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি