এ সময়ের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। গীতিকার, সুরকার ও একজন গায়ক হিসেবে নিজের গানের ক্যারিয়ার বেশ গুছিয়ে এগিয়ে যাচ্ছেন সম্ভাবনাময় এই শিল্পী। চলচ্চিত্রে প্লেব্যাক ও নিয়মিত সিঙ্গেলস প্রকাশ করে পেয়েছেন জনপ্রিয়তা।
সম্প্রতি অন্তর্জালে প্রকাশ পেয়েছে এই শিল্পীর গাওয়া নতুন গান ‘না’। করোনা পরিস্থিতিতে বেশ কিছু কভার সং প্রকাশের পর রমজানে বেশ কয়েকটি ইসলামী গান প্রকাশ করেন এই শিল্পী। তবে এবার মিউজিক ভিডিওসহ প্রকাশ করেছেন এই গান।
সফট মেলোডি রোম্যান্টিক ধাঁচের এই গানটি গাইবার পাশাপাশি গানটির সুর বেধেছেন সঙ্গীতশিল্পী ইমরান নিজেই। গানটির কথা সাজিয়েছে মেহেদী হাসান লিমন। গানটির সঙ্গীত আয়োজন করেছে তন্ময় মাহবুবুল। গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে ইমরান।
জি-সিরিজ এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে চক্ররেখা ব্যান্ডের প্রথম গান ‘জীবন তোমাকে চেনেনা’। গানটি গাইবার পাশাপাশি এর কথা ও সুর বেঁধেছেন মূয়ীয মাহফুজ। ব্যান্ডটির লাইন আপে আছে বেস গিটারে সঞ্জয়, হারমোনিকায় আরিফ আব্দুল্লাহ ও ড্রামসে স্বপন হোসাইন।
গানটিতে অতিথি শিল্পী হিসেবে হারমোনাইজ করেছেন নাঈম ও রিদম গিটার বাজিয়েছেন রেজওয়ান। মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন কারিশমা চৌধুরী। গানটির মিক্স-মাস্টার করেছেন রেজওয়ান সাজ্জাদ।
বক্ররেখা ব্যান্ডের যাত্রা শুরু হয় ২০১৭তে। প্রথম স্টেজ পারফর্মেন্স করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিম উৎসবে। এরপর তারা রেকর্ডিং শুরু করে ২০১৮তে এসে। বিভিন্ন নাগরিক আন্দোলনেও গান নিয়ে বেশ সোচ্চার তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি