তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুতে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বলিউড। বলিউডের একাংশের ওপর ক্ষুব্ধ সুশান্তের ভক্ত ও খোদ বলিউডের অনেক তারকা। মেধাবীদের অবজ্ঞা করে পক্ষপাতিত্বের আঙুল তুলে প্রভাবশালী নির্মাতা করণ জোহরকে বলিউডে ‘স্বজনপ্রীতি’র মশাল বহনকারী বলে মন্তব্য করে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত।
কঙ্গনার এই মন্তব্যের পর সুশান্তের ভক্তসহ অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আনফলো করেছে এই নির্মাতাকে। এ ঘটনার পর করণ জোহর নিজেও মাইক্রো ব্লগিং সাইট টুইটারে অনেক তারকার অ্যাকাউন্ট আনফলো করে দিয়েছেন। এখন কেবল আটটি অ্যাকাউন্টের ফলোয়ার তিনি।
এমন কি তারকা পরিবারের সন্তান টুইংকেল খান্না ও আলিয়া ভাট কে ও আনফলো করেছেন করন। তবে টুইংকেল ও আলিয়া অবশ্য এখনও ৪৮ বছর বয়সী এই নির্মাতার ফলোয়ার।
অভিনেতাদের মধ্যে করণ জোহর টুইটারে শুধু ফলো করছেন তারকা পরিবারে জন্মগ্রহণ করেননি এমন তারকাদের। তাঁদের মধ্যে রয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, বলিউড বাদশা শাহরুখ খান ও ‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমারকে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফলোয়ার তিনি। বাকি চারটি টুইটার অ্যাকাউন্ট তার প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন্সের সঙ্গে যুক্ত।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে গত একবছর ধরে সুশান্তের সংস্পর্শে না থাকায় নিজেকে দোষারোপ করে ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ায় ট্রলের মুখে পড়তে হয়েছে করণ জোহরকে। করণের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ এ কারণে।
এছাড়া সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যুতে করন জোহরসহ একতা কাপুর, সঞ্জয় লীলা বান্সালি ও সালমান খানের নামে মুজাফফারপুরের আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি