দুই বাংলাতেই সমান ভাবে জনপ্রিয় কলকাতার প্রখ্যাত শিল্পী কবীর সুমন। বরেণ্য এই শিল্পী গানে গানে বহুবার জানিয়েছেন অন্যায়ের প্রতিবাদ। নিজের কথা-সুর ও কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তার ভক্ত-শ্রোতাদের।
বিভিন্ন আন্দোলনে তার গান হয়ে ওঠে প্রতিবাদের হাতিয়ার। সাধারণ মানুষের জন্যই তিনি গান করে থাকেন। ‘জাতিস্মর’, ‘গানওয়ালা’, ‘তোমাকে চাই’, ‘নিষিদ্ধ ইশতেহার’ তার গাওয়া এমন অনেক গানই মানুষের মুখে মুখে ঘোরে।
এবার সেই নন্দিত গীতিকার, সুরকার, গায়ক, সংগীত পারিচালক কবির সুমনের কথা ও সুরে গান গাইবেন বাংলা সংগীতের যুবরাজ খ্যাত আসিফ আকবর। গানটির শিরোনাম ‘সিরিয়ার ছেলে’। চলতি সপ্তাহেই হবে গানটির রেকর্ডিং।
দেশের জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন। নিজের সুর করা গানই সংগীতায়োজন করেন তিনি। তবে এবার সঙ্গীতশিল্পী আসিফ আকবরের জন্য সংগীতায়োজন করছেন বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব কবির সুমনের লেখা ও সুর করা গানে।
আসিফ আকবর এক ফেসবুক স্ট্যাটাসে জানান, কবীর সুমনের সাথে তার গান করার ইচ্ছে অনেকদিনের। আসিফ লেখেন, কবীর সুমন তার কণ্ঠ শুনে পছন্দ করেছেন। এখন থেকে তিনি আসিফের জন্য গান তৈরি করবেন, এমনটাই সিদ্ধান্ত হয়েছে।
নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর জানান, তার কাছে অনুভূতির সর্বোচ্চ জায়গা মানবপ্রেম। শ্রদ্ধেয় কবীর সুমন সেরকম একটি অনুভূতির গান লিখেছেন। সিরিয়ার সেই শিশুটি যে বলেছিল আল্লাহর কাছে বিচার দিবে, তাকে নিয়ে গানটি। শিগগিরই গানটিতে কণ্ঠ আসিফ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি