শুটিংয়ে ফিরেছিলেন নাটকের জনপ্রিয় জুটি অপূর্ব মেহজাবিন। ইউনিটের সবার করোনা টেস্ট করেই শুরু হয়েছিল শুটিং। কাজ করতে মুখিয়ে থাকা শিল্পী কলাকুশলীরা কাজটি শুরু করেছিলেন বেশ আনন্দেই।
কিন্তু সেই আনন্দে ভাটা পড়েছে। শুটিং চলাকালীন সময়ে দ্বিতীয়ববারের মতো করোনা পরীক্ষা করা হলে ইউনিটের দুজন কোভিট ১৯ পজিটিভ আসে। আর তাই বন্ধ করা হয়েছে শুটিং।
এরপর নাটকটির পরিচালকসহ মূল অভিনয়শিল্পী অপূর্ব ও মেহজাবীন চলে গেছেন কোয়ারেন্টিনে। পাশাপাশি নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বাসায় নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করেছেন নাটকটির প্রযোজক।
ঘটনার সত্যতা স্বীকার করে কোয়ারেন্টিন থেকে নাটকটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান। নাটকটির নাম ‘প্রাণ প্রিয়’। বাসায় ফিরে পরিবারের সবার থেকে আলাদা থাকা শুরু করেছেন নাটকটির নায়ক-নায়িকা অপূর্ব ও মেহজাবীন। শিগগিরই তারা পুনরাই করোনা পরীক্ষা করাবেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি