বর্তমান বলিউডের জনপ্রিয়তার শীর্ষে থাকা নায়কদের মধ্যে আয়ুষ্মান খুরানা অন্যতম। ২০১২ সালে ভিকি ডোনার চলচ্চিত্রের মধ্যদিয়ে বলিউড অভিষেক হয় তার। খুব অল্পদিনেই ‘বরেলি কি বরফি’ , ‘শুভ মঙ্গল সাবধান’ , ‘অন্ধধুন’, ‘আর্টিকেল ১৫’, ‘ড্রিম গার্ল’ ও বালা এর মতো সুপারহিট সিনেমার মধ্যদিয়ে শক্ত আসন করে নিয়েছেন বলিউডে ।
সম্প্রতি লকডাউন শিথিল হতেই শৈশবের শহর চণ্ডীগড়ে পাড়ি দিয়েছিলেন আয়ুষ্মান খুরানা। এই শহরের আনাচেকানাচে ছড়িয়ে আছে তাঁর অজস্র স্মৃতি। এখানেই কোচিং পড়তে গিয়ে স্ত্রী তাহেরা কশ্যপের সঙ্গে প্রথম দেখা, প্রথম প্রেমে পড়া। তাই চণ্ডীগড়ে পরিবারের সবাই এক হয়ে সময় কাটাতে চান আয়ুষ্মান। কিন্তু বাদ সাধে তাঁদের বাসা। তাই এবার একটা বড়সড় বাংলো কিনে ফেললেন আয়ুষ্মান।
এবার সবাই মিলে একসঙ্গে থাকবেন তারা। হইচই করে দিন কাটাতে পারবেন পরিবারের সবাই মিলে। চণ্ডীগড়ের পাচকুলাতে এক বিলাসবহুল বাংলো কিনে কিনেছেন বর্তমানে বলিউডের প্রথম সারির এই সুপারস্টার। বাংলোর দাম পড়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ১৭ লাখ টাকা।
এ প্রসঙ্গে আয়ুষ্মান বলেছেন, ‘আমি নই, বলুন খুরানারা নতুন বাড়ি কিনেছে। আমরা সবাই মিলে এই বাড়িটি কেনার পরিকল্পনা করি। যে বাড়িতে পরিবারের সবাই একসঙ্গে থাকতে পারবে।
ক্যারিয়ারের শুরুর দিকে প্রতি ছবিতে ৯০ লাখ থেকে ১ কোটি রুপি নিতেন আয়ুষ্মান খুরানা । ‘ড্রিম গার্ল’ সিনেমার পর থেকে আয়ুষ্মান খুরানার ম্যানেজার ও দল সাফ জানিয়ে দিয়েছে, এখন থেকে সাড়ে ৩ কোটি নয়। এখন থেকে ছবিপ্রতি আয়ুষ্মানের পারিশ্রমিক বাংলাদেশি মুদ্রায় কমপক্ষে সাড়ে চার কোটি রুপি
সম্প্রতি আমাজন প্রাইম এ মুক্তি পেয়েছে আয়ুষ্মান অভিনীত ছবি ‘গুলাবো সিতাবো’। সুজিত সরকার পরিচালিত এই ছবিতে আয়ুষ্মান ছাড়া অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ইতিমধ্যে ছবিটি দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি