বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় চরিত্র ‘জেমস বন্ড’। সেই ১৯৬২ সাল থেকে সিনেমার রুপালি পর্দা মাতিয়ে চলেছে দুর্ধর্ষ এই স্পাই। যারা গোয়েন্দা-রহস্য বা অ্যাকশন-থ্রিলার মুডের ছবি দেখতে পছন্দ করেন তাদের কাছে জেমন বন্ড সবসময়ই ‘স্পেশাল ওয়ান’।
এখন পর্যন্ত এ চরিত্রে বিশ্বসেরা অনেক তারকাই অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সর্বশেষ জেমস বন্ড হিসেবে গেল কয়েকটি কিস্তিতে বাজিমাত করে আসছেন অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। তবে মুক্তির অপেক্ষায় থাকা ‘নো টাইম টু ডাই’ ছবিটি হতে যাচ্ছে জেমস বন্ড হিসেবে তার শেষ ছবি।
এ ঘোষণা বেশ অনেক আগেই দেয়া হয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তারপর থেকেই চলছে জল্পনা কল্পনা কে হবেন নতুন বন্ড?
অবশেষে আয়ারল্যান্ডের ‘দ্য ভ্যালকন’ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন আইরিশ অভিনেতা টম হার্ডি। জেমস বন্ডের অডিশনে সবাইকে পেছনে ফেলে বন্ড ‘এজেন্ট ০০৭’চরিত্রে দ্বিতীয় কোনো আইরিশ হিসেবে নাম লেখালেন তিনি।
টম হার্ডি অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন ২০০০ সালের দিকে। এর পর থেকেই টেলিভিশন ও সিনেমায় ব্যস্ত হয়ে উঠেন। দীর্ঘ ক্যারিয়ারে হার্ডি খ্যাতি পেয়েছেন মার্ভেল কমিকসের ‘ভেনম’ চরিত্রে।