গেল বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ পেয়েছিল নির্মাতা মাহমুদ দিদারের সরকারি অনুদানের ছবি ‘বিউটি সার্কাস’ এর টিজার। টিজারে অভিনেত্রী জয়াকে দেখা গিয়েছিল একজন সার্কাস কর্মীর চরিত্রে।
নির্মাতা ৪ বছর ধরে নির্মাণ করছেন ‘বিউটি সার্কাস’ ছবিটি। কিন্তু আর্থিক সংকেটের কারণে পরিচালক ছবিটি শেষ করতে পারেননি। সরকারি অনুদান পাওয়ার পর ছবিটিতে ইমপ্রেস টেলিফিল্ম যুক্ত হয়।
এবার সব সংকট কাটিয়ে ক্যামেরা ক্লোজের প্রস্তুতি নিয়ে শুরু হয়েছে জয়ার ‘বিউটি সার্কাস’ ছবির শুটিং। ২৬ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। সাভারে ডিপজলের শুটিং বাড়িতে কাজ করেছে ছবির ইউনিট।
নির্মাতা দিদার মাহমুদ জানিয়েছেন, সাভারে ডিপজলের শুটিং বাড়িতে দুদিন ধরে কাজ করছেন ‘বিউটি সার্কাস’ ছবির টিম। শুটিংয়ে জয়া আহসান ও গাজী রাকায়েতের শট নেয়া হচ্ছে। এবার পুরো ছবি শেষ করে দর্শকদের সামনে আনতে চান নির্মাতা।
‘বিউটি সার্কাস’ ছবিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস, তৌকির আহমেদ, হুমায়ূন সাধু ও এবিএম সুমন। সবকাজ শেষ করেই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি