‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’ এর ১ম ও ২য় খণ্ডের কাহিনি-চিত্রনাট্যকার সানী সানোয়ারের চিত্রনাট্যে নির্মিত হলো ডার্ক থ্রিলার ওয়েব সিরিজ ‘বিলাপ’। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। সিরিজটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেম্যাটিক’-এ উন্মুক্ত হবে।
ওয়েব সিরিজে অভিনয় করছেন শরিফুল রাজ ও শবনম ফারিয়া। শরিফুল জানিয়েছেন “গল্প বলার স্টাইল আর নির্মাণ কৌশলে ‘র’ স্টাইল ফলো করে নির্মিত এই ওয়েব সিরিজটি হতে পারে এদেশের অন্যতম জনপ্রিয় একটি সিরিজ।
অন্যদিকে শবনম ফারিয়া জানান, এতাই তার প্রথম ওয়েব সিরিজ। গল্প শোনার পর তার মনে হয়েছে তিনি এই গল্পের অংশ হতে চান।’
নিউজ ডেস্ক/বিজয় টিভি