দেশের চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ববিতা। অভিনয় ক্যারিয়ারে ববিতা সাড়ে তিনশো’র বেশী সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় ক্যারিয়ারে নানা রেকর্ড গড়েছেন বরেণ্য এই অভিনেত্রী।
এবার এই বরেণ্য চিত্রনায়িকা গড়েছেন ভিন্ন একটি রেকর্ড। উইকিপিডিয়ায় সাতটি ভাষায় তার তথ্য উঠে এসেছে। এদেশের চলচ্চিত্র শিল্পীদের বেলায় এমনটা দেখা যায়না। উইকিপিডিয়ায় একটি বা দুইটি ভাষাতেই দেশের তারকাদের তথ্য দেখা যায় মাত্র।
দেশের বরেণ্য চিত্রনায়িকা ববিতার ক্ষেত্রে যুক্ত হয়েছে বাংলা, ইংরেজি, আরবি, কোরীয়, তামিল, ওড়ীয় ও পাঞ্জাবি ভাষায় অনলাইনভিওিক এনসাইক্লোপিডিয়া ‘উইকিপিডিয়া’।
প্রখ্যাত নির্মাতা জহির রায়হানের হাত ধরে সিনেমায় আগমন ঘটে ববিতার। ভারতীয় বিখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের অশনি সংকেত সিনেমায় অভিনয় করার পর থেকেই তার নামের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকার তকমাটি জুটে যায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি