‘আগস্ট ১৪’ ওয়েব সিরিজের সাফল্যের পর নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করতে যাচ্ছেন বিগ বাজেটের আরেকটি ওয়েব সিরিজ। নতুন সিরিজটির নাম ‘মরীচিকা’। শোনা যাচ্ছে এই সিরিজটিও নির্মাণ হতে যাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। সঙ্গে রয়েছে চমকও।
কিন্তু সিরিজটি সম্পর্কে কোন কিছু বলতে নারাজ নির্মাতা শিহাব শাহীন। আবারও ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন এই নির্মাতা। এটি হতে যাচ্ছে তারকাবহুল একটি ওয়েব সিরিজ। সম্প্রতি নিজের ফেসবুকে শুটিংয়ের একটি ছবি পোস্ট করেন এই নির্মাতা।
নতুন এই সিরিজটিতে অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। জানা গেছে, গেল কয়েক দিন ধরেই ঢাকার বিভিন্ন লোকেশনে সিরিজটির শুটিং চলছে। কাজটি নিয়ে প্রযোজনা সংস্থা থেকেই আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।
নতুন সিরিজটিতে মাহির বিপরীতে আরও দেখা যাবে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে। এতে আরও অভিনয় করবেন ফারজানা রিক্তা সহ আরও অনেকে।
মাহিয়া মাহি ও সিয়াম আহমেদ এর আগে জুটিবেঁধে কাজ করেছেন রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজি’ ছবিতে। ‘মরীচিকা’ দুজনের প্রথম ওয়েব সিরিজ। জানা গেছে, চলতি বছরের শেষ দিকে ‘মরীচিকা’ মুক্তি পাবে চরকি নামের একটি দেশীয় ওয়েব প্লাটফর্মে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি