ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমনি। ক্যারিয়ারের শুরু থেকেই টক অব দ্য শোবিজ এই চিত্রনায়িকা। ‘রক্ত’ ছবিতে ‘পরী’ গানটির কথা কার না মনে আছে? ছবিতে এই গানে পারফর্ম করা পরী’র অন্তর্জালে ভিউ ছাড়িয়েছে ৪ কোটির ঘরে।
মনপুরা খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এক ছকে ধরাবাঁধা পরী’র অভিনয় খোলস থেকে বের করে এনে ব্রেক দেন তার দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’ ছবিতে। এরপর এই নায়িকা নিজেকে একজন অভিনয়শিল্পী হিসেবে মেলে ধরেন বেশ পাকাপোক্তভাবেই।
স্বপ্নজাল ছবির পর এই নায়িকা বদলে ফেলেন নিজের সিনেমা ভাবনা। বেশ বুঝে শুনে কাজ বেছে অভিনয় করা শুরু করেন তথাকথিত ছবির বাইরে গিয়ে। পরী অভিনয় করেন চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবিতে। কিন্তু করোনায় থেমে আছে ছবিটির মুক্তি।
এ ছাড়াও পরী কাজ করছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুরু হবে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ছবির কাজ। সেখানে থাকছেন পরী। সে যাই হোক, ২৪ অক্টোবর পরী’র জন্মদিন। রাত থেকেই শুরু হয়েছে এই নায়িকার জন্মদিনের আয়োজন।
চিত্রনায়িকা পরীমনি প্রতিবছর তার জন্মদিনে একেক রংয়ের ওপর থিম করে আয়োজন করেন। এবার তার রংয়ের থিম আয়োজন হচ্ছে সবুজ। প্রকৃতিকে ভালোবেসে সবুজ রংকেই বেছে নিয়েছেন এই চিত্রনায়িকা।
২৪ অক্টোবর সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে জন্মদিনটা শুরু করবেন পরী। তাদের মাঝে উপহার ও খাবার বিতরণ করবেন। এদিকে, সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে কেক কাটার আয়োজন থাকছে। স্বাস্থ্যবিধি মেনে শুভাকাঙ্ক্ষীদের নিয়ে জন্মদিনটি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন পরী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি