প্রায় এক বছর ধরে এই ছবি ঘিরে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। সম্প্রতি মুম্বই মিরর-এ প্রকাশিত হয়েছে আরও একটি চাঞ্চল্যকর খবর। জানা গিয়েছে অ্যাকশন ধর্মী এই ছবিতে ডবল রোলে দেখা যাবে কিং খানকে।
ছবিতে শাহরুখকে দেখা যাবে গোয়েন্দা সংস্থার তদন্তকারী চরিত্রে যিনি বেরিয়েছেন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে ধরতে। এবার শোনা যাচ্ছে এই ছবিতে বাবা এবং ছেলে দুই চরিত্রেই রয়েছেন কিং খান।
বাবার চরিত্রে নিজেকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্যে ভারী প্রসথেটিক মেকআপের সাহায্য নিতে হবে শাহরুখকে। শোনা যাচ্ছে ২০২১ সালের প্রথমেই শ্যুটিং শুরু হয়ে যাবে এই ছবির।
তবে পাঠান ছবি দিয়েই তিনি দুই বছরের বিরতি ভাঙতে চলেছেন। নভেম্বর মাস থেকেই শুরু হবে এই ছবির শ্যুটিং। জানা গিয়েছে এই ছবিতে শাহরুখের পাশাপাশি পর্দায় দেখা যাবে দীপিকা পাডুকোন এবং জন আব্রাহামকেও।
নিউজ ডেস্ক/বিজয় টিভি