কলকাতার হাজারীবাগে একটি বৈদ্যব্রাহ্মণ পরিবারে জন্ম রিনার। ১৯৬১ সালে সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ‘তিন কন্যায়’ অভিনয় করে বড় পর্দায় রিনার আত্মপ্রকাশ। তখন তাঁর বয়স মাত্র ১৫। সেই ছোট্ট রিনাই ভারতীয় চলচ্চচিত্রের মিস ক্যালকাটা অপর্ণা সেন।
অপর্ণা সেন প্রায় তিন দশক ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন টালিউডে। উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টপাধ্যায় সব কিংবদন্তি নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, গৌতম ঘোষ এর মতো মান করা নির্মাতাদের সঙ্গে। বাংলার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন অপর্ণা।
আশির দশকে অপর্ণা আত্মপ্রকাশ করেন চিত্রনাট্টকার ও পরিচালক হিসেবে। শশি কাপুরের প্রযোজনায় ১৯৮১ সালে মুক্তি পায় অপর্ণা সেন পরিচালিত প্রথম চলচ্চিত্র থার্টি সিক্স চৌরোঙ্গি লেন। প্রথম চলচ্চিত্র পরিচালনা করেই জিতে নেন সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার। মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, জাপানিস ওয়াইফ, গয়নার বাক্সের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।
তারপর থেকে সমান তালে করছেন অভিনয় দিয়ে যাচ্ছেন নির্দেশনা। ভারত ও ভারতের বাইরে চলচ্চিত্র জিতেছেন অসংখ্য পুরস্কার ও সন্মাননা। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অপর্ণা সেনের জন্মদিন আজ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি