বিয়ে বাড়ি মানেই আলো ঝলমলে বাতি। চট্টগ্রামের মেয়ের সঙ্গে ঢাকার সাইবেরিয়া ফেরত ছেলের বিয়ে। কাজী বিয়ে পড়াতে বসে আছেন। কিন্তু বর-কনের দুই পরিবারের মধ্যে কাবিন নিয়ে ওঠে দ্বিমত। এভাবেই শুরু হয় ‘কাবাবের হাড্ডি’ গান ভিডিও গল্প।
এমন আয়োজনে প্রথমবারের মতো মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। ২৫ অক্টোবর সন্ধ্যায় অনলাইনে ভিডিওটি প্রকাশ পেয়েছে।
প্রকাশের পরপরেই সাড়া ফেলেছে মিউজিক ভিডিওটি। অন্তর্জালে গানটির ভিউ ছাড়িয়েছে ৩ লাখের ঘরে। মিউজিক ভিডিওতে দেখা গেছে, মারজুক রাসেল, শবনম ফারিয়া, জিয়াউল হক পলাশ, মাশরুর ইনান ওরফে কিটো ভাইকেও।
প্রায় ৯ বছর ফের গান ভিডিওতে দেখা গেল অভিনেত্রী শবনম ফারিয়াকে। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি ভিডিওতে ধরা দিয়েছেন ‘হাসান ব্রাদার্স’ প্রতীক ও প্রীতম। গানটির সুর সংগীত করেছেন প্রীতম হাসান।
‘কাবাবের হাড্ডি’ গানের মাধ্যমে প্রথমবার মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। তিনি পরিচালনার কাজটা করলেও মিউজিক ভিডিওটির সুপারভাইজার হিসেবে কাজ করেছেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব।
নিউজ ডেস্ক/বিজয় টিভি