ফ্রান্স সরকারের ইসলাম বিরোধী মনোভাব ও মুহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদ জানালেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে তিনি।
শনিবার (৩১ অক্টোবর) রাত ২টায় ফেসবুকে এক স্ট্যাটাসে ফারিয়া এ তথ্য জানান ভক্তদের।
ফেসবুকে নুসরাত লিখেছেন, আমি আমার (ফরাসি ব্যান্ডের) কার্টিয়ের ঘড়িটি ফেলে দিচ্ছি। স্ট্যাটাসে দেয়া তার হ্যাশট্যাগে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন ফারিয়া। নুসরাতের এ অবস্থানে সঙ্গে অনেকেই সাধুবাদ জানিয়েছেন, সমর্থন দিয়েছেন।
ইসলাম বিরোধী উগ্র মনোভাবের জন্য ফ্রান্স সরকারের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যিপ এরদোয়ানসহ বিশ্বের বহু মুসলিম নেতা।
এরই মধ্যে কুয়েতসহ বিভিন্ন দেশের মার্কেট থেকে ফ্রান্সের পণ্য সরিয়ে নেয়া হচ্ছে। এর নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই হ্যাশ ট্যাগের সঙ্গে জুড়ে দিচ্ছেন এসব ছবি ও ভিডিও।
শনিবার দুপুরে নুসরাত ফারিয়া অন্য আরেকটি স্ট্যাটাসে বলেন, ‘কেন আমাদের সকলকে একটি সহজ জিনিস জটিল করে তুলতে হবে? যদি কারও বক্তব্য আমার অনুভূতিতে আঘাত করে তবে আমার কী তা প্রকাশ করার অধিকার নেই বা আমি অভিনেত্রী হওয়ায় আমার কোনও মতামত থাকতে পারে না? আমার ধর্ম আমার বিশ্বাস এবং আমার পক্ষ নেয়ার ২০০% অধিকার রয়েছে। এটি আমার বিশ্বাস এবং আমি তা সবার সাথে শেয়ার করার অধিকারী রাখি। যাই হোক এটিকে কিভাবে নেবেন সেটি আপনার বিষয়, আমার নয়।’
নিউজ ডেস্ক/বিজয় টিভি