হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সেই শোক হলিউড ছাপিয়ে সারা বিশ্বের মানুষকে কাতর করেছে বিষণ্ণ বিষাদে। কেননা নিঃশব্দ রাতের ঘুমের মধ্যে মারা গেছেন সর্বকালের সেরা জেমস বন্ড শন কনারি।
গেল ৩০ অক্টোবর রাতে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বাহামার রাজধানী নাসাউতে নিজের বাড়িতেই মারা যান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যমে এ খবর জানিয়েছেন তার ছেলে জ্যাসন কনারি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন শন কনারি। আগস্টের ২৫ তারিখ লকডাউনের মধ্যেই হইচই করে ৯০তম জন্মদিন উদযাপন করেছিলেন তিনি। কিন্তু কে জানত সেটিই হবে জেমস বন্ড শন কনারি শেষ জন্মদিন! সবাইকে শোকের সাগরে ভাসিয়ে মৃত্যুপুরীতে পাড়ি জমিয়েছেন অস্কারজয়ী স্কটিশ অভিনেতা।
বিখ্যাত ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট এই অনবদ্য চরিত্র জেমস বন্ড চরিত্রে সিনেমার পর্দায় যাকে সর্বপ্রথম দেখা গিয়েছিল এবং যাকে এখনও সেরা হিসেবে বিবেচনা করা হয়, তিনি শন কনারি।
জেমস বন্ড সিরিজের মোট সাতটি সিনেমায় বন্ড চরিত্রে অভিনয় করেন তিনি। নিজের নাম ছাপিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও সম্মান পেয়েছিলেন বন্ড সিরিজের প্রথম এই অভিনেতা। একটি অস্কার ছাড়াও অভিনয়জীবনে দুটি বাফটা আর তিনটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ২০০০ সালে ইংল্যান্ডের রানির কাছ থেকে তিনি পেয়েছেন নাইট উপাধি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি