দেশের অন্যতম জনপ্রিয় র্যাপার তৌফিক আহমেদ। রাজত্ব ব্যান্ডের ভোকাল তিনি। করোনাকালীন সময়ে সম্মুখ যোদ্ধাদের সম্মান জানিয়ে সবশেষ গেলো এপ্রিলে প্রকাশ করেন গানভিডিও ‘তুই পারিস’। হিপহপ ঘরানার এই শিল্পী এবার প্রকাশ করেছেন নতুন গান।
র্যাপার তৌফিক আহমেদের নতুন গানটির শিরোনাম ‘আখের গোছাও’। এরমধ্যে প্রকাশ করেছেন গান ভিডিওটির এক ঝলক। ‘দুই দিনের দুনিয়াদারি, আখের গোছাও আখের গোছাও’ এমন সব কথামালা নিয়ে নভেম্বরে প্রকাশ করতে যাচ্ছেন নতুন এই গানটি।
তৌফিক জানান, লকডাউনে থেকে অনেক গান তৈরি করেছেন তিনি। আগামী ছয় মাসে ছয়টি গানভিডিও প্রকাশ করবেন। যার শুরুটা হচ্ছে এই গানটির মাধ্যমে। নিজের ইউটিউব চ্যানেলেই প্রকাশ করবেন গানটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি