করোনা ক্রান্তির কারণে মুক্তি থমকে গিয়েছিলো নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবির। অবশেষে ২৩ অক্টোবর থেকে ঢাকা শহর থেকে শুরু করে বেশ কিছু শহরে বইছে ‘ঊনপঞ্চাশ বাতাস’। ছবির গল্পের অয়ন আর নীরা’র প্রেম শহরের কোলাহলকে পরিণত করে নির্জনতায়।
এদিকে, ১০ অক্টোবর ছবিটির নায়িকা শার্লিন ফারজানা জানিয়ে দেন তার বিয়ের কথা। ২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গেলো ২৩ অক্টোবর তার প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি পায়। কিন্তু প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছিলেন না শার্লিন ফারজানা।
৫ নভেম্বর জানা গেলো এই অনুপস্থিতির কারণ। আসলে শার্লিন ছিলেন মাতৃত্বকালীন বিশ্রামে। নতুন খবর হল, পুত্রসন্তানের মা হয়েছেন শার্লিন ফারজানা। ১ নভেম্বর রাত ১০টা ৪৭ মিনিটে শার্লিন-এহসানুল দম্পতির কোল জুড়ে আসে তাদের পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে ইয়াসিন এহসান।
২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে যাত্রা করেন শার্লিন ফারজানা। তবে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রের অন্যতম চরিত্রে অভিনয় করে বেশি আলোচনায় চলে আসেন এই অভিনেত্রী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি