উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গেল ৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন ৮৫ বছরের এই বরেণ্য অভিনেতা। বেশ কিছুবার শারীরিক অবস্থার অবনতি হলেও এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে এগুচ্ছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, সৌমিত্রের শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কথা বা শব্দতে বেশ সাড়া দিচ্ছেন। গেল ৫ নভেম্বর চোখ মেলে ভালোভাবে সাড়া দিয়েছেন তিনি। ৫ নভেম্বর এই অভিনেতার শারীরিক অবস্থার কথা তুলে ধরেছেন চিকিৎসা টিমের প্রধান অরিন্দম কর। তিনি জানান, পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। আগের চেয়ে উনার চেতন ভাবটা বেড়েছে। ১০ থেকে ১১-এর মধ্যে রয়েছে সচেতনতা। স্বতঃস্ফূর্তভাবে চোখ খুলছেন। একদিন পর পর ডায়ালাইসিস চলছে।
বেলভিউ হাসপাতালের এই ডাক্তার জানান, আগের চেয়ে বেশ ভালো অবস্থানে আছেন উপমহাদেশের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
চিকিৎসকরা আশা করছেন, শিগগিরই অ্যান্টিবায়োটিক ও যন্ত্রের সাহায্য কমিয়ে দেওয়া সম্ভব হবে। বিশেষ করে আগামী সপ্তাহে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেয়া হতে পারে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি