সেলিব্রিটিদের জীবন বন্দি থাকে ক্যামেরা আর ফ্ল্যাশের ঝলকানিতে। মেকআপের কারণে তারা ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। প্রয়োজনের তাগিদে লুকিয়ে রাখতে হয় এমন সব সত্য হরহামেশাই।
শুধু তাই নয়। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। কিন্তু দিনশেষে ‘মেকআপ’ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য।
এমনই গল্পে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নির্মাতা অনন্য মামুনের ছবি ‘মেকআপ’। ‘মেকআপ’ চলচ্চিত্রে ইন্ডাস্ট্রির ভিতরের অনেক গল্প উঠে এসেছে। এখানে একজন সুপারস্টার নায়কের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান।
একটা মেয়ের স্ট্রাগল করে হিরোইন হওয়ার যেমন গল্প আছে তেমনি একজন সুপারস্টারের অটোগ্রাফ নিতে গিয়ে ভক্তের বিড়ম্বনার ব্যপারও আছে, একজন স্টারের পড়তি সময়ে তাকে সাপোর্ট দিয়ে কীভাবে সাংবাদিক তাকে টিকিয়ে রাখছে সেই গল্পও আছে। একজন সাংবাদিক দুই তারকার মধ্যে কীভাবে গ্যাঞ্জাম লাগিয়ে দিচ্ছেন এমন সব গল্পের ছবি হয়ে উঠেছে ‘মেকআপ’।
এই সিনেমায় কোনো নায়ক-নায়িকা নেই। এখানে যারা অভিনয় করেছেন তারা সবাই এই ছবির শিল্পী। ছবির গল্পটাই হচ্ছে স্টারদের নিয়ে। ছবিতে আরও রয়েছেন রোশান, সাইফ চন্দন, রিয়েলি, পায়েল মুখার্জি সহ অনেকে।
গেল ৭ নভেম্বর অন্তর্জালে প্রকাশ পেয়েছে নির্মাতা অনন্য মামুনের সিনেমা ‘মেকআপ’ এর ট্রেলার। ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটার ও সেলিব্রেটি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। প্রকাশের পরপরই প্রশংসা কুড়িয়ে নিচ্ছে ট্রেলারটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি