১৯৬৫ সালের ডিসেম্বর মাসের ‘সন্দেশ’ পত্রিকায় সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের প্রথম গল্প ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ প্রকাশিত হয়। তারপর থেকে বাঙালি পাঠক এবং দর্শকদের মনে চিরন্তন জায়গা করে নিয়েছেন প্রদোষ চন্দ্র মিত্র এবং তার সঙ্গী তপেশরঞ্জন এবং এক ও অদ্বিতীয় জটায়ু।
অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হতে চলেছেন বাঙালির প্রিয় গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা। আড্ডা টাইমসের এই ওয়েব সিরিজের পরিচালনায় রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।
ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে মুক্তি পাবে মোট ১২ পর্বে এই সিরিজ। এই সিরিজ মুক্তির দিনক্ষণ ঘোষণা না করলেও প্রকাশ্যে এল সিরিজের ফার্স্ট লুক। আগামী ১৬ নভেম্বর মুক্তি পাবে ফেলুদা ফেরতের ট্রেলার।
২০১৯ সালে প্রকাশ পেয়েছিল ফেলুদা রূপে টোটা রায়চৌধুরীর লুক। নয়া অবতারে টোটাকে দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা। অনির্বাণ চক্রবর্তী রয়েছেন জটায়ু অর্থাৎ লালমোহন গাঙ্গুলির চরিত্রে। ফেলুদা ফেরত-এ তোপসের চরিত্রে রয়েছেন কল্পন মিত্র।
মে মাসে সত্যজিত রায়ের ১০০তম জন্মবার্ষিকীতে ফেলুদা ভক্তদের জন্য বিশেষ উপহার হিসাবে ফেলুদা ফেরতের টাইটেল ট্রাক মুক্তি পেয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি