চিত্রনায়ক রোশান ও নায়িকা পূজা চেরি জুটি বেঁধে অভিনয় করছেন ‘সাইকো’ নামের একটি ছবিতে। ছবিটি নির্মাণ করছেন অনন্য মামুন। ছবির প্রচারণার অংশ হিসেবে গেল ৮ নভেম্বর সেলিব্রেটি প্রোডাকশন এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম গান।
গানের শিরোনাম ‘তোর জন্য কত মায়া রে’। কবীর বকুলের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। রোমান্টিক এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। গান ভিডিওতে রোমান্টিক লুকে হাজির হয়েছেন রোশান ও পূজা।
‘সাইকো’ ছবির মাধ্যমে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথমবার জুটি বেঁধেছেন রোশান ও পূজা। নির্মাতা অনন্য মামুন গানটির শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন ফেসবুকে। সেখানে তিনি প্রতিকূল আবহাওয়া ও পরিবেশে নায়িকা পূজা ও রোশানের পরিশ্রমের প্রশংসা করেন।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নেপালের এভারেস্টের নিচে শুটিং করেছেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা পূজা। নির্মাতা অনন্য মামুন তার নতুন ছবি ‘সাইকো’-এর জন্য এভারেস্টের নিচে ও এর আশেপাশে রোশান-পূজাকে নিয়ে মাইনাস ৩ ডিগ্রিতে এই গানের শুটিং করেন গেল জানুয়ারিতে।
নির্মাতা অনন্য মামুন জানান, ‘সাইকো’ সিনেমার কাজ প্রায় শেষের পথে। আর কিছুদিন শুটিং করলেই দৃশ্যধারণের কাজ সম্পন্ন হবে। ‘সাইকো’ সিনেমাটি প্রযোজনা করছে আরবিএস এন্টারটেইনমেন্ট ও সেলিব্রেটি প্রোডাকশন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি