ছোট পর্দার রোমান্টিক তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন। এই সময়ের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি তাদের নিয়ে নির্মাণ করেছেন ‘সানগ্লাস’ নামের একটি টিভি ফিকশন। এর মধ্য দিয়েই ঈদুল আযহার পর আবার কাজে নেমেছেন আরফান নিশো।
ফিকশনটি প্রকাশ পেয়েছে ৫ নভেম্বর। আর এতে ‘সানগ্লাস’ নামে একটি টাইটেল গানে এক ফ্রেমে ধরা দিয়েছেন আফরান নিশো ও মেহজাবীন। এই তারকা জুটি ছাড়াও বাড়তি চমক হিসেবে দেখা গেছে জিয়াউল হক পলাশ।
‘সানগ্লাস’ নামের গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আহমেদ সৌরিন। গানটি গেয়েছেন আহমেদ সৌরিন ও সামিহা নুজহাত খান। এরইমধ্যে টিভি ফিকশনটি ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে। মোশন রকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ফিকশনটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি