নিজেদের একেবারে পরিবর্তন করে ক্যামেরার সামনে হাজির হয়েছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী অপু বিশ্বাস, নিরব ও কাজী নওশাবা। সেই পরিবর্তন এমন যে অনেকেরই চিনতে ভিমড়ি খেতে পারেন। বন্ধন বিশ্বাসের অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’-তে চা শ্রমিকের ভূমিকায় অভিনয় করেছেন তারা।
সাজপোশাক তো বটেই, পরিবর্তন এনেছেন চুলের ভাঁজ ও গায়ের রঙেও। ছবিতে অপু বিশ্বাস একজন চা শ্রমিক। তাই নিজেকে প্রস্তুত করেছেন সেভাবেই। একই কারণে এর নায়ক নিরবকেও দেখা গেছে ভিন্নভাবে।
চুল, পোশাক ও গায়ের রঙে তিনিও এনেছেন ভিন্নতা। এই ছবির মাধ্যমে ১১ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন অপু বিশ্বাস ও নিরব। ‘ছায়াবৃক্ষ’তে আরও অভিনয় করছেন, শতাব্দী ওয়াদুদ, সুমিত, নওশাবা, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু। অনলাইনে প্রকাশ পেয়েছে কাজী নওশাবারও কিছু ছবি।
পরিচালক বন্ধন বিশ্বাস জানান, চা বাগান শ্রমিকদের সুখ-দুঃখ নিয়ে নির্মিত হচ্ছে ‘ছায়াবৃক্ষ’। পুরো কাজ হবে সেখানকার একটি চা বাগানে। ২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে অনুদান পায় ‘ছায়াবৃক্ষ’র পাণ্ডুলিপি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি